স্পোর্টস ডেস্ক:: ধনকুবেরদের লড়াই। সংযুক্ত আরব-আমিরাতের ধনকুবের বনাম সৌদীর রাজ পরিবার। ফুটবলের মোড়কে তেল ব্যবসায়ীদের লড়াই। ম্যাচের আগে তাই ম্যানচেস্টার সিটি ও নিউক্যাসলের লড়াইকে সমর্থকেরা ‘তেল ক্ল্যাসিকো’ বলতে শুরু করেন। ফুটবলের টলের গ্রুপগুলোতে দুই দলের লড়াইকে ‘তেল ক্ল্যাসিকো’ বলে ট্রেন্ড হয়ে যায়।
এমনটা হওয়ারই কথা। ম্যানচেস্টার সিটির মালিকানায় সংযুক্ত আরব-আমিরাতের এক ধনকুবের। নিউক্যাসলের মালিকানা এখন সৌদী রাজ পরিবারের। দুই দেশের তেল ব্যবসায়ীদেরইতো লড়াই। যে লড়াইয়ে সৌদীর রাজ পরিবার পেরে উঠেনি আরব-আমিরাতের ধনকুবেরের কাছে। ম্যানচেস্টার সিটি ২-০ গোলের জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়েছে।
দুই দলের লড়াই প্রায় সমানে সমান হয়েছে। তবে ম্যানসিটি কিছুটা এগিয়েই ছিলো। আক্রমণও করেছে বেশ। পাসিংয়ে দৌড়িয়েছে নিউক্যাসলকে। দুই অর্ধের দুই গোলে পেপ গার্দিওলার দল জিতেছে ২-০ ব্যবধানে।
ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই লিড নিয়ে ম্যানসিটি। ১৫তম মিনিটেই ফিল ফোডেন এগিয়ে দেন দলকে। ১-০ গোলে এগিয়ে যাওয়া সিটি প্রথমার্ধ শেষ করে এগিয়ে থেকেই। নিউক্যাসল বেশ কয়েকবার চেষ্টা করলেও বিরতির আগে সমতায় ফিরতে পারেনি।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে ম্যানসিটি আরো আগ্রাসী হয়ে উঠে। ফল পেয়ে যায় দ্রুত। ম্যাচের ৬৭তম মিনিটে বার্নার্দো সিলভা দলকে এগিয়ে দেন ২-০ গোলে। পিছিয়ে পড়া নিউক্যাসল দ্বিতীয়ার্ধের বাকী সময়ে আর ফিরতে পারেনি। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদেরকে।
২৬ ম্যাচে ১৮ জয়ে ৫৮ পয়েন্ট নিয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে ম্যানসিটি। শীর্ষে থাকা দলটির পয়েন্ট ৬০। ২৪ ম্যাচে দশ জয়ে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে নিউক্যাসল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post