নিজস্ব প্রতিবেদকঃ ৪ উইকেটে ৩১৪ রান নিয়ে আগের দিন যেখানে শেষ করেছিল শ্রীলঙ্কা, ঠিক সেখান থেকেই দারুণভাবে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের সকালের শুরুটা করে দলটি। সাগরিকার আকাশে কালো মেঘের সাথে এদিন লঙ্কানদের ব্যাটিংও বাংলাদেশের জন্য কালো মেঘ হয়ে দাঁড়িয়েছিল। প্রথম এক ঘন্টা বেশ ভালো ব্যাটিংও করে সফরকারীরা। দীনেশ চান্দিমাল ও ধনাঞ্জয়া ডি সিলভা তুলে নেন হাফ সেঞ্চুরি।
সেখান থেকে শ্রীলঙ্কার ৩৭৫ রানের মাথায় দলকে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন সাকিব আল হাসান। ৫৯ রান করা চান্দিমালকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার। ধনাঞ্জয়ার সাথে চান্দিমালের ৮৬ রানের জুটি ভাঙে। আউট হওয়ার আগে ১০৪ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫৯ রান করেন চান্দিমাল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সবশেষ সংগ্রহ ১১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৯৫ রান। ধনাঞ্জয়া ডি সিলভা ৫৮ ও কামিন্দু মেন্ডিস ১৩ রান করে অপরাজিত আছেন।
Discussion about this post