স্পোর্টস ডেস্ক:: ক্রিকেটের আইন প্রণেতা প্রতিষ্ঠান ও ঐতিহ্যবাহী ক্লাব মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি);র অর্থ লোপাট করা হয়েছে। এমিসিসির বার্ষিক সাধারণ সভায় প্রকাশ পেয়েছে অর্থ আত্মসাতের ঘটনাটি।
তবে টিক কতটাকা লোপাট করা হয়েছে সেই সংখ্যা জানানো হয়নি। এমসিসি জানিয়েছে, ইতিমধ্যে নিরপেক্ষ আইনজীবির মাধ্যমে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত কমিটি খুঁজে বের করবে কারা, কিভাবে এই অর্থ লোপাট করেছেন।
আইসিসি প্রতিষ্ঠার আগে এমসিসিই ক্রিকেট নিয়ন্ত্রণ করতো। লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মালিক ও ক্রিকেটের আইনপ্রণেতা প্রতিষ্ঠান তারা। পঁচিশ হাজার সদস্যের প্রতিষ্ঠানটি বার্ষিক সাধারণ সভায় তার সদস্যদের অর্থ লোপাটের ঘটনাটি জানিেছে।
গত বুধবার এমসিসির বাৎসরিক সাধারণ সভায় এর কোষাধ্যক্ষ ক্রিস রজার্স সদস্যদের তহবিল গায়েব হয়ে যাওয়ার কথা জানিয়েছেন। অর্থ লোপাটের বছরে রেকর্ড পরিমাণ আয় করেছে এমসিসি। সভায় জানানো হয়েছে, ২০২৩ সালে এমসিসি রেকর্ড আয় করেছে। জুলাইয়ে লর্ডসে অ্যাশেজের ম্যাচ আয়োজনের বছরটিতে মোট ৬ কোটি ৭০ লাখ ৮০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৯৩১ কোটি টাকার বেশি) আয় করে এমসিসি। এর মধ্যে ২ কোটি ৭০ লাখ ২০ হাজার পাউন্ড টিকিট বিক্রি এবং ২ কোটি ৬ হাজার হসপিটালিটি থেকে আয় হয়।
টেলিগ্রাফ অর্থ লোপাটের খবরটি প্রকাশ করেছে। এর পরই ক্রিকেট বিশ্বে তোলপাড় শুরু হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post