স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। ধর্মশালায় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এর আগে সেই ম্যাচের টস হয়েছে ইতিমধ্যে।
২০১৩ সালের পর এই প্রথম ধর্মশালায় হতে যাওয়া কোনো আইপিএল ম্যাচে টস জিতেছেন পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাটিং করতে নামছে ডেভিড ওয়ার্নার নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস।
এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ৪ জয় ও ৮ হারে মাত্র ৮ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে টেবিলের একেবারে নিচে অবস্থান দিল্লির। প্লে-অফের আশা শেষ দলটির। এখন কেবল আনুষ্ঠানিকতার ম্যাচ খেলে, মান বাঁচানোর লড়াইয়ের চেষ্টা।
অপরদিকে পাঞ্জাব টেবিলের ৮ নম্বরে অবস্থান করছে। দলটিও এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলেছে। ৬ জয় ও ৬ হারে ১২ পয়েন্ট তাদের নামের পাশে। ম্যাচে জয় নিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে চায় দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা