স্পোর্টস ডেস্কঃ আগামী সেপ্টেম্বরে-অক্টোবরে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ভারতে উড়াল দেবে বাংলাদেশ। দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হওয়া কথা ছিল ধর্মশালায়, আগামী ৬ অক্টোবর। সেখান থেকে সরিয়ে এখন ম্যাচটি হবে গোয়ালিয়রে।
ধর্মশালার ড্রেসিংরুমের উন্নয়ন ও সংস্কার কাজের জন্যই এমন পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই। ২০১০ সালের পর এবারই প্রথম আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়াবে নবনির্মিত শ্রীমান মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে। সবশেষ ২০১০ সালের ফেব্রুয়ারিতে দ. আফ্রিকার বিপক্ষে ওয়ানডে খেলেছিল ভারত।
সফরের বাকি ম্যাচগুলোর সূচি অবশ্য অপরিবর্তিতই থাকছে। ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট শুরু হবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। কানপুরে দ্বিতীয় টেস্ট ২৭ সেপ্টেম্বর থেকে। ৯ অক্টোবর দিল্লীতে দ্বিতীয় টি-টোয়েন্টি এবং ১২ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এদিকে, শুধু বাংলাদেশ সিরিজই নয়। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টির ভেন্যুতেও পরিবর্তন এনেছে বিসিসিআই। চেন্নাইয়ের পরিবর্তে প্রথম ম্যাচ কলকাতা এবং দ্বিতীয় ম্যাচ কলকাতার পরিবর্তে চেন্নাই আয়োজন করবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০