স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি লড়ছে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস। কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে চলমান ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রানের বড় পুঁজি পেয়েছে পাঞ্জাব। জিততে হলে স্বাগতিক কলকাতাকে করতে হবে ১৮০ রান।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ঝড়ো হলেও, পাওয়ার প্লে’র মধ্যে তিন ব্যাটার প্রভসিমরণ, ভানুকা রাজাপাকসে ও লিয়াম লিভিংস্টোনের গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে বসে পাঞ্জাব। এরপর জিতেশ শর্মার সাথে ৫৩ রানের জুটি গড়ে দলক বড় রানের পথ দেখা অধিনায়ক শিখর ধাওয়ান। মাঝে জিতেশ-ধাওয়ানসহ ৪টি উইকেট হারালে বিপাকে পড়ে পাঞ্জাব। বড় রান স্বপ্ন হয়ে দাঁড়ায়।
সেখান থেকে শেষ দিকে ১৬ বলে ৪০ রানের ঝড়ো অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে বড় রানের পুঁজি এনে দেন শাহরুখ খান ও হরপ্রীত ব্রার। ৪৭ বলে ৯ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেন ধাওয়ান। ৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ২১ রানের ক্যামিও খেলে শাহরুখ ও ৯ বলে ২ চার ও ১ ছক্কায় ১৭ রান করে হরপ্রীত অপরাজিত থাকেন।
কলকাতার হয়ে ৪ ওভার বল করে মাত্র ২৬ রান খরচায় একাই ৩ উইকেট শিকার করেন বরুণ চক্রবর্তী। হরষিত রানা ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post