নিজস্ব প্রতিবেদকঃ লিটন দাসের দ্রুততম ফিফটির পর সাকিব আল হাসানের আগুন বোলিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগাররা ৭৭ রানে হারিয়েছে আইরিশদের। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে রান বিবেচনায় দ্বিতীয় বড় ব্যবধানে জয় পেয়েছে সাকিবের দল।
দারুণ জয়ের পর সংবাদ সম্মেলনে দলের উন্নতির জায়গা নিয়ে প্রশ্নে কোন খামতি খুঁজে পাননি ওপেনার লিটন। তিনি বলেন, ‘দল হিসেবে আমরা খুবই ভালো করছি। ব্যাটিং বলেন, বোলিং বলেন বা ফিল্ডিং। এর থেকে ভালো ক্রিকেট আর খেলা যায় কিনা আমি জানি না।’
জয়ের এই ধারা বজায় রাখার দিকেই তাগিদ দিয়েছেন লিটন, ‘এর চেয়ে ভালো ক্রিকেট খেলার আশা করাটাও খুব কঠিন। কারণ, টি-টোয়েন্টিতে প্রতিদিন পাওয়ার প্লেতে আপনি ৭০-৮০ করতে পারবেন না। এটাও যদি করতে পারি সবসময় বা এর থেকে কমও যদি করতে পারি, ৬০ রানও করতে পারি, আমি মনে করি যে খুব ভালো।’
লিটন আরো বলেন, ‘জেতার জন্যই তো মাঠে নামি আমরা সবসময়। যেভাবে জিতেছি অবশ্যই… আমরা যে চিন্তাভাবনা করছিলাম, যেভাবে ক্রিকেটটা খেলতে চাচ্ছিলাম, যেই ব্র্যান্ড অব ক্রিকেট, আমার মনে হয় শেষ দুই ম্যাচ আমরা ওভাবে ভালোই খেলেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post