স্পোর্টস ডেস্কঃ হুট করেই মাত্র ৩১ বছর বয়সে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বেন স্টোকস। আর এরপর থেকেই ক্রিকেটপাড়া এই ফরম্যাট নিয়ে সরগরম। সদ্যই পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম মন্তব্য করেছেন, এই ফরম্যাট বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন।
ভারতের সাবেক ক্রিকেটার-কোচ ও জনপ্রিয় ধারাভাষ্যকার রবি শাস্ত্রী জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে গুরুত্ব বাড়াতে। ভারতের তারকা অফ-স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, ওয়ানডে চলাকালীন বিরক্ত হয়ে টিভি বন্ধ করে দেন তিনি।
এবার মন্তব্য করে বসেছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার উসমান খাজা। জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায়, ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে মরে যাচ্ছে। পাকিস্তান বংশদ্ভূত এই ক্রিকেটারের পছন্দের তালিকায় সবার নিচে অবস্থান করছে ওয়ানডে। সবার ওপরে অবস্থান করছে টেস্ট, এরপর টি-টোয়েন্টি আর সবশেষ ওয়ানডে।
খাজা বলেন, ‘আমার ব্যক্তিগত মতামত, কিছু মানুষকে আমি চিনি-যারা কিনা এখনও টেস্ট ক্রিকেটকেই শীর্ষে রাখবে। এরপর আসে টি-টোয়েন্টি ক্রিকেট। বিশ্বের বিভিন্ন দেশে টি-টোয়েন্টি নিয়ে লিগ হচ্ছে। এটা খুবই বিনোদনের ফরম্যাট। সবাই ভালোবাসে এটা, এরপর আসে ওয়ানডে ক্রিকেট।’
‘আমার মতে, র্যাঙ্কিংয়ে সব ফরম্যাটের ক্রিকেটের মধ্যে ওয়ানডেই তিনে থাকবে। আমার আরও মনে হয়, ধীরে ধীরে ওয়ানডে ক্রিকেট মরে যাচ্ছে। টেস্ট তার শক্ত অবস্থান ধরে রেখেছে। দুইটাই (টেস্ট ও টি-টোয়েন্টি) খুব ভারাসাম্য অবস্থায় আছে। এখন আপনি বলতে পারেন, ওয়ানডে কী দিচ্ছে?’ যোগ করেন বাঁহাতি এই ব্যাটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা