নিজস্ব প্রতিবেদক:: শান্তর পর ফিরলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ধীর গতির এক ইনিংস খেলে ব্যক্তিগত ৩১ রানে সাজঘরে ফিরেছেন অভিজ্ঞ এই ব্যাটার। তার বিদায়ে ১৬২ রানেই ছয় উইকেট হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ দল।
ইনিংসের ৩৭তম ওভারের শেষ বলে মার্ক উডের বলে জস বাটলারের হাতে ধরা পড়েন রিয়াদ। ৪৮ বলে তিন চারে ৩১ রান করেন তিনি।
বাংলাদেশ দল পঞ্চম ওভরের পঞ্চম বলে দলীয় ৩৩ রানেই হারায় প্রথম উইকেট। এক ছক্কায় ১৫ বলে ৭ রান করেছেন এই ওপেনার। ফিল্ড আম্পায়ার ক্রিস ওয়াকসের আবেদনে সাড়া দেন। লিটন দাস রিভিউ নিয়ে যান তৃতীয় আম্পায়ারের কাছে। তৃতীয় আম্পায়ার অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন।
লিটনের বিদায়ের পর তামিম ইকবালও ফিরেন সাজঘরে। দলীয় অর্ধশতক পেরুতেই অধিনায়ককে বোল্ড করে দেন মার্ক উড। ৫১ রানের মাথায় ইনিংসের ১০ম ওভারের তৃতীয় বলে প্যাভেলিয়নে ফেরার আগে টাইগার অধিনায়ক ৩২ বলে ২৩ রান করেছেন।
তার বিদায়ের পর দলীয় ৯৫ রানে তৃতীয় উইকেটে ইনিংসের ২০তম ওভারের চতুর্থ বলে আদিল রশিদকে তুলে মার গিয়ে মার্ক উডের হাতে বন্দী মুশফিক। এক ছক্কায় ৩৪ বলে ১৭ রান করেছেন তিনি।
পঞ্চম উইকেটে রিয়াদকে নিয়ে ৫৩ রানের জুটি গড়েন শান্ত। ছয় চারে ৮২ বলে ৫৮ রানে শান্তর বিদায়ের পর দ্রুত প্যাভেলিয়নের পথ ধরেন মাহমুদউল্লাহ। ৪৮ বলে তিন চারে ৩১ রানে দলীয় ১৬২ রানে সাজঘরে ফিরেন তিনি। তার বিদায়ে ইনিংসের ৩৭তম ওভারের শেষ বলে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ দল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৮ ওভার শেষে ছয় উইকেটে ১৬৯ রান। ২৭ রানে অপরাজিত আছেন আফিফ এবং ১ রানে অপরাজিত আছেন মিরাজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০0