ধীর-স্থির শুরুর পর ফিরলেন অধিনায়ক তামিম

0
95

নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ দল। ধীর-স্থিরভাবে খেলছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। তবে এরপরও উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা। আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে গেছেন অধিনায়ক তামিম।

ফজলহক ফারুকীর করা সপ্তম ওভারের পঞ্চম বলে ডিপ থার্ড ম্যান অঞ্চলে খোঁচা মেরে খেলার চেষ্টা করেছিলেন তামিম। তবে ব্যাটে-বলে ভালো সংযোগ করতে না পারায় ব্যাটার কানায় লেগে উইকেটের পেছনে থাকা রহমানউল্লাহ গুরবাজের হাতে ক্যাচ চলে যায়। সহজ ক্যাচ ছেড়ে নিতে ভুল করেননি গুরবাজ।

এতে করে বাংলাদেশ দলের প্রথম উইকেটের পতন ঘটে দলীয় ৩০ রানের মাথায়। অধিনায়ক তামিম ২১ বল খেলে দুই বাউন্ডারিতে ১৩ রান করেই প্যাভিলিয়নে ফিরেছেন। এই নিয়ে চার বারের দেখায়, চার বারই ফজলহক ফারুকীর শিকারে পরিণত হয়েছেন তামিম। সবগুলোই এই সাগরিকার মাঠে। সবশেষ গেল বছর ফেব্রুয়ারিতে এই চট্টগ্রামেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনবারই ফজলহক ফারুকীর বলে আউট হন তামিম

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সবশেষ সংগ্রহ ৮ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৪৩ রান। লিটন দাস ২৩ বলে ১০ রান করে অপরাজিত আছেন। অপরপ্রান্তে সদ্য উইকেটে আসা নাজমুল হোসেন শান্ত দুটি দৃষ্টিনন্দন বাউন্ডারিতে ৪ বলে ৮ রান করে অপরাজিত আছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here