ধুঁকতে থাকা চেলসিকে হারাল টটেনহ্যাম

0
59

স্পোর্টস ডেস্কঃ চেলসির বিপক্ষে ৮ ম্যাচ পর জিতল টটেনহ্যাম। প্রিমিয়ার লিগে রোববারের ম্যাচে জিতলেও শিরোপা লড়াইয়ে অবশ্য অনেকটাই পিছিয়ে স্পার্সরা। ধুকতে থাকা গ্রাহাম পটারের চেলসি ৩১ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে; তারা কম খেলেছে এক ম্যাচ।

টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে চেলসিকে ২-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম। ব্লুজদের বিপক্ষে লিগে আট ম্যাচ পর জিতল তারা। এ জয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থান আরও সংহত করেছে অ্যান্তেনিও কন্তের দল। ২৫ ম্যাচে হ্যারি কেইনদের পয়েন্ট ৪৫। পাঁচে থাকা নিউক্যাসল ইউনাইটেডের চেয়ে এগিয়ে ৪ পয়েন্টে।

৪৬ মিনিটে এগিয়ে যায় টটেনহ্যাম। এমারসন রয়েলের শট চেলসি গোলরক্ষক ফেরালেও গ্লাভসে নিতে পারেননি। বল চলে যায় অলিভার স্কিপের পায়ে। ফিরতি শটে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান এই ইংলিশ মিডফিল্ডার। যদিও বলটি এনজো ফার্নান্দেজ বিপদমুক্ত করার চেষ্টা করেছিলেন।

৮২ মিনিটে আরেক গোল পায় টটেনহ্যাম। কর্নারে এরিক দিয়েরের ফ্লিক হেডে বল যায় দূরের পোস্টে ফাঁকায় কেইনের পায়ে। নিখুঁত টোকায় ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি ম্যাচের ভাগ্যও লিখে দেন এই ইংলিশ ফরোয়ার্ড। চেলসি বাকি সময়েও আর গোল করতে পারেনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here