ধুঁকে ধুঁকে আসা পাকিস্তানই ফাইনালে

    0
    172

    নিজস্ব প্রতিবেদক:: ফাইনালতো দূরে থাক, সেমিফাইনালেই থাকার কথা ছিলো না পাকিস্তানের। বাজে ভাবে বিশ্বকাপ শুরু করা পাকিস্তান ধুঁকতে ধুঁকতে শেষ পর্যন্ত ফাইনাল খেলছে। নেদারল্যান্ডস অঘটন ঘটিয়ে সাউথ আফ্রিকাকে হারিয়ে দেওয়ায় ফাইনাল খেলার সম্ভাবনা জাগে বাংলাদেশ-পাকিস্তানের। বাজে আম্পায়ারিংয়ের অলিখিত কোয়ার্টারফাইনালে বাংলাদেশকে হারিয়ে সেমিতে আসা পাকিস্তান এবার নিউজিল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো।

    দ্বিতীয় সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচে জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তানের। দুর্দান্ত বোলিং লাইনআপে নিউজিল্যান্ডকে ১৫২ রানে আটকে দেয় পাকিস্তান। ১৫৩ রানের টার্গেটে খেলতে নামা দলটি বাবর-রিজওয়ানের শতরানের উদ্বোধনী জুটিতেই পেয়ে যায় ফাইনালে যাওয়ার রসদ।

    পাকিস্তানের দুই ওপেনার বাবর-রিজওয়ান ১০৫ রান তুলে নেন উদ্বোধনী জুটিতে। এরপরই বাবর ফিরেছেন সাজঘরে্ ৪২ বলে সাত চারে ৫৩ রান করেছেন তিনি। অধিনায়কের ফিফটির দিনে ফিফটি হাঁকিয়েছেন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ইনিংসের ১৩তম ওভারের চতুর্থ বলে বাবরের বিদায়ে প্রথম উইকেট হারায় পাকিস্তান।

    অধিনায়ক ফিরে গেলেও রিজওয়ান অবিচল থাকেন। ১৭তম ওভারের শেষ বলে পাকিস্তানের এই ওপেনার যখন সাজঘরে ফিরেন, দল তখন অনেকটা জয়ের বন্দরে। দলীয় ১৩২ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। পাঁচ চারে ৪৩ বলে ৫৭ রান করেন এই ওপেনার। ১৯তম ওভারের শেষ বলে হারিস রউফ যখন সাজঘরে ফিরেন, দলের জয়ের কাজটা ততোক্ষণে শেষ করে ফেলেন তিনি বাবর-রিজওয়ানের সঙ্গী হয়ে। দুই চার ও ইনিংসের একমাত্র ছয়ে ২৬ বলে ৩০ রান করেছেন তিনি। ফিরেছেন দলের ১৫১ রানে। ৩ রানে অপরাজিত থাকা শান মাসুদ দলকে পৌছে দেন ফাইনালে। হারিসের বিদায়ে উইকেটে আসা ইফতিখারকে কোনো বলও মোকাবেলা করতে হয়নি।

    নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ড ২টি ও মিচেল স্যাটনার ১টি করে উইকেট লাভ করেন।

    সিডনিতে আগে ব্যাট করে ১৫২ রান করেছে কিউইরা। বুধবার ড্যারিল মিচেলের হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটে এই সংগ্রহ পেয়েছে তারা। ৩২ বলে ফিফটি করেছেন মিচেল। ক্যারিয়ারে এটি তৃতীয় ফিফটি তাঁর, এর মধ্যে দুটিই এলো বিশ্বকাপ সেমিফাইনালে।

    শাহিন শাহ আফ্রিদির বলে শুরুতেই ফিরেন কিউই ওপেনার ফিন অ্যালেন। ডানহাতি এই ওপেনার ৩ বলে ৪ রান করেন। আরেক ওপেনার ডেভন কনওয়ে ২০ বলে ২১ করে শাদাব খানের সরাসরি থ্রোতে রানআউট হন। গ্লেন ফিলিপসও ইনিংস বড় করতে পারেন নি। ৮ বলে মাত্র ৬ রান করেন তিনি।

    এরপর অধিনায়ক কেন উইলিয়ামসন আর ড্যারেল মিচেল ৫০ বলে ৬৮ রানের জুটি গড়েন। ৪২ বলে ৪৬ করে উইলয়ামসন বোল্ড হয়ে ফিরে যান। মিচেল ৩৫ বলে ৩ চার আর ১ ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন। ১২ বলে ১৬ করেন জেমস নিশাম।

    পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল শাহিন শাহ আফ্রিদি। ২৪ রানে তিনি নেন ২টি উইকেট। মোহাম্মদ নওয়াজ নিয়েছেন ১ উইকেট। অন্য দুই পেসার হারিস রউফ ও নাসিম শাহ উইকেট না পেলেও কৃপণ বোলিং করেছেন।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিপোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here