ধোনীর মতো নেতা আর কেউ নেই- বিরাট কোহলি

0
10

স্পোর্টস ডেস্ক:: দু’জনেই সাবেক অধিনায়ক। দু’জনেই ছিলেন ভারতীয় দলের সেরা তারকা। দলের মধ্যমণি। সমর্থকদের আশা-ভরসার স্থল। দু’জনেই সাবেক অধিনায়ক হয়ে গেছেন। বিরাট কোহলি এখনো খেলা চালিয়ে গেলেও আগের সেই ফর্ম নেই। নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি। তাঁকে দলে রাখা না রাখা নিয়েই আলোচনা শুরু হয়ে গেছে।

বিশ্রাম পাচ্ছেন, যার মানে আপাতত ক্যারিবিয়ান সফরের ওয়ানডে দলেও নেই তিনি। তবে বছর খানেক আগেও এই বিরাট ছিলেন দুর্দান্ত। ভারতীয় দলের জয়ের কাণ্ডারি, রেকর্ডের ভরপুত্র। ফর্মহীনতায় হারাতে হয় অধিনায়কত্ব। বিসিসিআই কেড়ে নেয় তার নেতৃত্বভার। সেই তিনি এবার বললেন, ভারতের ক্রিকেট মহেন্দ্র সিং ধোনীর মতো অধিনায়ক দ্বিতীয় জন নেই।

ধোনী একজনই, তার মতো নেতা আর কেউ নয়। ভারতের ক্যাপ্টেনকুল খ্যাত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী বৃহস্পতিবার ৪১তম জন্মদিন উদযাপন করেছে। সাবেক অধিনায়ককে ধন্যবাদ জানাতে গিয়ে বিরাট কোহলি এসব কথা বলেন। জানিয়েছেন, ধোনী ছিলেন তার কাছে বড় ভাইয়ের মতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি পোস্টে এসব কথা বলেছেন।

বিরাট কোহলি নেতা ধোনীকে নিয়ে বলেন, ‘এমন (ধোনী) একজন নেতা, যার মতো আর কেউই নেই। ভারতের ক্রিকেটের জন্য আপনি যা কিছু করেছেন, সেটার জন্য ধন্যবাদ। আপনি আমার কাছে অনেকটা বড় ভাইয়ের মতো। তেমন কিছুই নয়, শুধু সবসময়ের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা। শুভ জন্মদিন অধিনায়ক।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here