স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি লড়াইয়ে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এর আগে অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস। সেই টস জিতেছেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক নীতিশ রানা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস।
চলতি আসরে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে কলকাতা। এর মধ্যে ৪টি হার ও ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের আট অবস্থান করছে দলটি। অপরদিকে সমান ম্যাচে ৪টি জয় ও ২ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে চেন্নাই। মূলত রান রেটে পিছিয়ে থাকায় রাজস্থান ও লখনৌর পেছনে রয়েছে দলটি।
কলকাতা নাইট রাইডার্স একাদশ
নীতিশ রানা (অধিনায়ক), জেসন রয়, নারায়ণ জগদীশ, রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, ডেভিড ভিসে, কুলওয়ান্ত কেজরোলিয়া, সুয়াশ শর্মা, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।
চেন্নাই সুপার কিংস একাদশ
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াদ, ডেভন কনওয়ে, আজিঙ্কা রাহানে, মঈন আলি, শিভম দুবে, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, তুষার দেশপান্ডে, মাথিশা পাথিরানা ও মহেশ থিকশানা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা