ধোনির ঝড়ো ইনিংসেও জয় পাওয়া হলো না চেন্নাইয়ের

0
48

স্পোর্টস ডেস্কঃ ঝড়ো ইনিংস খেলেও চেন্নাই সুপার কিংসকে জেতাতে পারলেন না মাহেন্দ্র সিং ধোনি। বুধবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাত্র ৩ রানে হেরেছে সাবেক চ্যাম্পিয়নরা। শেষ ওভারে ২১ রানের সমীকরণ মেলাতে পারেন নি ধোনি-জাদেজা। চেন্নাইয়ের মাঠে আগে ব্যাট করে ১৭৫ রান করে রাজস্থান। জবাব দিতে নেমে ১৭২ রানে থামে স্বাগতিকদের ইনিংস।

শেষ ওভারে জয়ের জন্য চেন্নায়ের প্রয়োজন ছিল ২১ রান। রাজস্থানের পেসার সন্দীপ শর্মা শুরুতেই জোড়া ওয়াইড দিয়ে বসেন। যদিও শেষ ওভারের প্রথম ‘বৈধ’ বলে কোনো রান নিতে পারেন নি ধোনি। তবে দ্বিতীয় ও তৃতীয় বলে জোড়া ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন চেন্নাইয়ের অধিনায়ক। শেষ ৩ বলে যখন ৭ রান দরকার তখন ১ রান নেন ধোনি।

পঞ্চম বলে ১ রানের বেশি নিতে পারেন নি জাদেজা। সন্দীপের শেষ বলেও আসে ১ রান। ৬ উইকেটের বিনিময়ে ১৭২ রানে আটকে যায় ধোনির দল। ১৭ বলে ৩২ রান করে অপরাজিত ছিলেন চেন্নাই দলপতি। তিনি ১টি চার ও ৩টি ছক্কা মারেন। ১৫ বলে ২৫ রান করে অন্যপ্রান্তে অপরাজিত থাকেন জাদেজা। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজস্থান। যশস্বী জয়সওয়াল আউট হয়ে যান ১০ রান করে। তবে দ্বিতীয় উইকেট জুটিতে জস বাটলার ও দেবদূত পাড্ডিকাল মিলে ৭৭ রান জমা করেন স্কোর বোর্ডে। কিন্তু রাজস্থান একই ওভারে জোড়া উইকেট হারিয়ে আবার ব্যাকফুটে চলে যায়। পাড্ডিকাল এবং সঞ্জু স্যামসনকে ফিরিয়ে দিয়ে ধাক্কাটা দেন জাডেজা।

রবিচন্দ্রন অশ্বিন ২২ বলে ১ চার ও ২ ছয়ে ৩০ রান করেন। ১৮ বলে ২টি করে ছক্কা-চারে ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শিমরন হেটমেয়ার। মাত্র ৩৬ বলে ৩ ছক্কা ও ১ চারে ৫২ রানের ইনিংস খেলেন বাটলার। পাড্ডিকালের ২৬ বলে ৩৮ রানের ইনিংসে ছিল ৫ চার। চেন্নাইয়ের হয়ে দু’টি করে উইকেট নেন আকাশ সিংহ, তুষার দেশপাণ্ডে এবং জাদেজা। একটি উইকেট নেন মঈন।

রান তাড়ায় চেন্নাইয়ের ওপেনার রুতুরাজ গায়কোয়াড় মাত্র ৮ রান করে আউট হয়ে যান। ১০ রানের মাথায় প্রথম উইকেট হারায় চেন্নাই। গত ম্যাচের মতো এই ম্যাচেও চেন্নাইকে ভরসা দেন আজিঙ্কা রাহানে। ১৯ বলে ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। ৩৮ বলে ৫০ করেন ডেভন কনওয়ে। দুজনে ৬৮ রানের জুটি গড়েন। এর পরেই হঠাৎ ভেঙে পড়তে শুরু করে চেন্নাইয়ের ব্যাটিং। ১১৩ রানে ৬ উইকেট হারায় দলটি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here