নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলে শুরুর ধাক্কা সামলিয়ে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে খুলনা টাইগার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করেছে দলটি। শেষ দিকে ঝড় তুলে রান বাড়িয়েছেন দুই পাকিস্তানি মোহাম্মদ নওয়াজ ও ফাহিম আশরাফ। জিততে হলে ফরচুন বরিশালকে এখন করতে হবে ১৫৬ রান।
লাক্কাতুরার ২২ গজে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানে অধিনায়ক এনামুল হক বিজয়ের উইকেট হারায় খুলনা টাইগার্স। দলীয় ৩৩ রানে ফিরে যান টপ অর্ডারে নামা হাবিবুর রহমান সোহান। বিজয় (১২) ও সোহান (২) খুব একটা সুবিধা করতে না পারলেও একাদশে সুযোগ পেয়ে রান করেছেন পারভেজ হোসেন ইমন।
দলীয় ৬১ রানের মাথায় যখন ইমন যখন আউট হন, তখন তার নামের পাশে ২৪ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৩ রান। তবে ক্রিজে এসেই গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। ব্যর্থ হন মাহমুদুল হাসান জয়, দাসুন শানাকা ও নাহিদুল ইসলাম। ২ উইকেটে ৬০ রান থেকে ৮৮ রানে ৭ উইকেট নেই খুলনার।
দলের এই বিপর্যয়ের মুখেই হাল ধরেন দুই বিদেশি নওয়াজ ও ফাহিম। দুজনে মিলে ৬৭ রানের ঝড়ো এক জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়াতে ভূমিকা রাখেন। একশ রানই যেখানে শঙ্কার মুখে ছিল, সেখান থেকে দেড়শ রানের বেশি পুঁজি এনে দেন এই দুই পাকিস্তানি তারকা। ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে ১৩ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩২ রানের ক্যামিও খেলেন ফাহিম আশরাফ। তবে ২৩ বলে ৪ ছক্কায় ৩৮ রান করে অপরাজিত থাকেন নওয়াজ।
বরিশালের হয়ে ৪ ওভারে ২৪ রান খরচায় ২ উইকেট শিকার করেন শোয়েব মালিক। ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে ২ উইকেট নেন তাইজুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post