নতুনদের বাজিয়ে দেখার সিরিজে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

0
39

নিজস্ব প্রতিবেদকঃ শনিবার দুপুর ২টা থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের পর আত্মবিশ্বাসে ভরপুর টাইগাররা হট ফেভারিট হয়েই আইরিশদের বিপক্ষে সিরিজ শুরু করবে।

ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ খেলা ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তাইজুল ইসলাম। আইরিশদের বিপক্ষে মাঠে নামার আগে চোট, অসুস্থতা মিলিয়ে প্রথম ওয়ানডের একাদশে বদল এসেছে আরও। মেহেদি হাসান মিরাজ নেই একাদশে। টি-টোয়েন্টির পর ওয়ানডে একাদশ থেকেও বাদ পড়েছেন আফিফ হোসেন। ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে একাদশে ছিলেন না তিনি।

দলীয় অনুশীলনে আগের দিন ফুটবল খেলতে গিয়ে চোখে চোট পেয়েছিলেন মিরাজ। তখন থেকেই শঙ্কা জাগে প্রথম ওয়ানডেতে তার খেলা নিয়ে। ম্যাচ শুরুর ঠিক আগে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। আর সেই বিষয়ে সিদ্ধান্ত এসে গেছে। একাদশের বাইরে থাকছেন মিরাজ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, তৌহিদ হৃদয়, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, অ্যান্ড্রু বালবির্নি, হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্পার, লরকান টাকার, গ্যারেথ ডেলানি, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার ও গ্রাহাম হিউম।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here