স্পোর্টস ডেস্কঃ দিন কয়েক আগেই স্কটল্যান্ডের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান কাইল কোয়েটজার। এবার তাই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল স্কটিশরা। স্কটল্যান্ডের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন রিচি বেরিংটন। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এখন থেকে তিনিই নেতৃত্ব দেবেন দলকে।
সামনে আসছে নামিবিয়া ও নেপালের সাথে সিরিজ। আর এই ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখেই সোমবার নতুন অধিনায়কের নাম ঘোষণা করে স্কটিশরা। আর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত অন্তবর্তীকালীন পারফর্মেন্স প্রধান টবি বেইলি, প্রধান কোচ শেন বার্গার ও দলের সিনিয়র ক্রিকেটারদের সাথে আলোচনা করে।
৩৫ বছর বয়সী বেরিংটন মূলত দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। তবে ২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেন তিনি স্কটিশদের জার্সিতে। ২০০৮ সালেই জাতীয় দলে অভিষেক হয়। এরপর ওয়ানডেতে ৯২টি ও টি-টোয়েন্টিতে ৭৪টি ম্যাচ খেলছেন। এই ব্যাটিং অলরাউন্ডার ওয়ানডেতে ২৪৯৫ রানের সাথে ৩৩ উইকেট নিয়েছেন। আর টি-টোয়েন্টিতে ১৬৯৪ রানের সাথে ২৭ উইকেট নিয়েছেন।
এদিকে নতুন অধিনায়কের সাথে নতুন সহ-অধিনায়কও ঘোষণা করা হয়েছে। নতুন সহ-অধিনায়ক করা হয়েছে উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ক্রসকে। দুজনের দায়িত্ব শুরু হবে ১০ জুলাই থেকে শুরু হতে যাওয়া নামিবিয়া ও নেপালের সাথে ত্রিদেশীয় সিরিজের মধ্য দিয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা