নতুন অধিনায়ক সাকিব উইন্ডিজ যাবেন সবার শেষে, মিস করবেন অনুশীলন

0
7

স্পোর্টস ডেস্ক:: সিরিজ খেলতে এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দল। দলের অধিকাংশ ক্রিকেটার চলে গেছেন। আজও যাবেন কয়েকজন ক্রিকেটার। তবে নতুন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান দলের সঙ্গে যাচ্ছেন না।

ব্যস্ত সাকিব সবার শেষে যাবেন উইন্ডিজ সফরে। জানা গেছে, আগামি ১০ জুন ব্যক্তিগত ভাবে অধিনায়ক যাবেন অ্যান্টিগায়। সেখানে ১৬ জুন শুরু হবে প্রথম টেস্ট। সবার শেষে যাওয়াতে সাকিব শুরুর অনুশীনও মিস করবেন। তবে সেখানে পৌঁছে অবশ্য অনুশীলনের সুযোগ পাবেন তিনি।

টিকিট সঙ্কটের কারণে গত ৩ জুন উইন্ডিজ সফরে যায় বাংলাদেশ দলের প্রথম বহর। আজ ৬ জুন যাবেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালসহ আরো ৬/৭ জন ক্রিকেটার। ছুটিতে থাকা নতুন সহ-অধিনায়ক লিটন দাস ও নুরুল হাসান সোহান ইংল্যান্ড থেকে সরাসরি ক্যারিবিয়ান দ্বীপে যাবেন।

প্রধান কোচ রাসেল ডমিঙ্গো পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ছুটিতে আছেন প্রোটিয়ায়। সেখান থেকে নিজেদের উদ্যোগে তারা যাবেন উইন্ডিজে। তবে সবার শেষে ১০ জুন সাকিব যাবেন সফরে।

আগামি ১৬ জুন অ্যান্টিগায় শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে ২৪ জুন। এরপর ওয়ানডে ও সবশেষ আছে টি-২০ সিরিজ।

অলরাউন্ডার সাকিব অবশ্য এবারই প্রথম নয়, অনেক দিন থেকেই তিনি দলের সঙ্গে ভ্রমণ করেন না। মূলত পাররিবারিক ও ব্যবসায়িক কাজে ব্যস্ত সাকিব সবার শেষে ব্যক্তিগত ভাবে গিয়ে দলের সঙ্গে যোগ দেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here