স্পোর্টস ডেস্কঃ সাবেক ক্লাবের বিপক্ষে হারের তেতো স্বাদ পেলেন ভিনসেন্ট কোম্পানি। সাবেক ম্যানচেস্টার সিটি তারকা বার্নলির কোচের দায়িত্ব নিয়েছেন। ডাগ আউটে বসে সিটির বিপক্ষে গতরাতে ৩-০ গোলের হার দেখেছেন তিনি। প্রিমিয়ার লিগের নতুন আসরে শুভ সূচনা করেছে পেপ গার্দিওলার দল।
আগের মৌসুমে রেকর্ড সর্বোচ্চ গোল করা আর্লিং হালান্ড এবারও জোড়া গোল দিয়ে শুরু করলেন। সিটির অন্য গোলটি করেছেন রদ্রি। ম্যাচের ৪ মিনিটে দলকে লিড গোল এনে দেন হালান্ড। গোলটিতে সহায়তা করেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ডি-বক্সের বাইরে ডি ব্রুইনার ক্রস থেকে বল যায় রদ্রির কাছে। আর রদ্রি গোলের সুযোগ করে দিলে ভুল করেননি হালান্ড। বাঁ পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন তিনি।
ম্যাচের ৩৬ মিনিটে দ্বিতীয় গোল করেন হালান্ড। এবার হুলিয়ান আলভারেজের সহায়তায় গোলটি করেন তিনি।ইউরোপের শীর্ষ ৫ লিগে এটি তাঁর শততম গোল। ৬৩ গোল করেছিলেন বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে, ৩৭টি করলেন সিটির জার্সিতে। এই গোলের মধ্য দিয়ে পরপর দুই মৌসুমের প্রথম ম্যাচে জোড়া গোল পেলেন হালান্ড।
৭৫ মিনিটে ব্যবধান ৩-০ করেন রদ্রি। অন্য দিকে পিছিয়ে থাকা বার্নলি ম্যাচটিতে জালের দেখা পেতে ব্যর্থ হয়। উল্টো লাল কার্ডের খড়গ নিয়ে তাদের মাঠ ছাড়তে হয়েছে। দলটির বদলি স্ট্রাইকার আনাস জারৌরি ফাউল করে লাল কার্ড দেখেন। ভিএআরের সাহায্য নিয়ে তাকে লাল কার্ড দেখান রেফারি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post