নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলে সৃষ্টি হওয়া শূন্য পদগুলো ভরাট করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় এবার স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিয়োগ দিল বোর্ড। নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নাথান কিয়েলি।
বাংলাদে ক্রিকেট বোর্ড আগামী ২ বছরের জন্য কিয়েলিকে নিয়োগ দিয়েছে। সব ঠিক থাকলে ১৫ এপ্রিল বাংলাদেশ দলে যোগ দেওয়ার কথা রয়েছে কিয়েলির। এক বিবৃতিতে বিসিবি নিশ্চিত করেছে বিষয়টি।
গুঞ্জন রয়েছে জাতীয় দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহের পরামর্শেই কিয়েলিকে নেওয়া হয়েছে। অতীতে দুজন একইসাথে ২০১৮-২১ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার ক্লাব নিউ সাউথ ওয়েলসে কাজ করেছেন। সেই দলে ফিজিক্যাল পারফরম্যান্স কোচ ছিলেন কিয়েলি।
পেশাদার ক্রিকেটে আরও কয়েক জায়গায় কাজ করেছেন কিয়েলি। এর বাইরে রাগবি দলের সাথেও কাজ করেছেন। তবে এই প্রথম কোনো জাতীয় দলে কাজ করতে চলেছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post