স্পোর্টস ডেস্কঃ আবারও ইংল্যান্ডের ফুটবলে ফিরলেন নুনো ইস্পিরিতো সান্তো। নটিংহ্যাম ফরেস্ট ক্লাবের কোচ করা হয়েছে তাকে। ৪৯ বছর বয়সী এই কোচকে নিয়োগ দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তার সাথে আড়াই বছরের চুক্তি করেছে ক্লাবটি।
ইংলিশ প্রিমিয়ার লিগে ভালো অবস্থানে নেই নটিংহ্যাম ফরেস্ট। টেবিলের ১৭ নম্বরে অবস্থান করছে দলটি। আর বাজে পারফরম্যান্সের কারণে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিজেদের কোচ স্টিভ কুপারকে বরখাস্ত করে ফরেস্ট। সেই জায়গায় এরপর নুনোকে দায়িত্ব দেওয়া হলো।
তবে ইংলিশ প্রিমিয়ার লিগে এই প্রথম না তিনি। এর আগে উলভারহ্যাম্পটন ও টটেনহ্যামের মতো ক্লাবের দায়িত্ব পালন করেছেন তিনি। সবশেষ সৌদি আরবের প্রো-লিগের দল আল ইত্তিহাদে কাজ করেছেন। তবে মাস দেড়েক আগে পর্তুগিজ কোচকে বরখাস্ত করে ক্লাবটি। এবার নতুন ক্লাব পেয়ে ফিরে আসলেন ইংলিশ ফুটবলেই।
যদিও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে নুনোর জন্য। কারণ দলকে রেলিগেশনের হাত থেকে বাঁচাতে হবে। শেষ ১৩ ম্যাচ খেলে মাত্র ১ জয় দেখেছে ফরেস্ট। শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই হার। ইংলিশ লিগে টিকে থাকতে হলে, তাই ঘুরে দাঁড়ানোর বিকল্প নাই। যার জন্য প্রাণপণ লড়াই করতে হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post