নতুন গোলরক্ষকের সাথে চুক্তি করল আর্সেনাল

0
49

স্পোর্টস ডেস্কঃ অ্যারন রামসডেলের পর আরেক গোলরক্ষক দলে নিয়েছে আর্সেনাল। ব্রেন্টফোর্ড থেকে ধারে স্প্যানিশ গোলরক্ষক দাভিদ রায়াকে দলে টানল লন্ডনের ক্লাবটি। ২৭ বছর বয়সী এই ফুটবলারকে দলে ভেড়ানোর খবরটি জানিয়েছে আর্সেনাল।

এর আগে র‍্যামসডেলের সাথে ‘লম্বা সময়’ চুক্তি করেছে আর্সেনাল। যিনি দলটির প্রথম গোলরক্ষক। আর নতুন চুক্তি করা রায়া থাকবেন দ্বিতীয় গোলরক্ষক হিসেবে। তাঁর সাথে দলটির ধারের মেয়াদ ২০২৩-২৪ মৌসুমের শেষ পর্যন্ত। তবে সুযোগ থাকবে স্থায়ীভাবে চুক্তিরও।

গতবার লিগে রানার্সআপ হওয়া আর্সেনাল চলতি মৌসুম শুরু করেছে জয় দিয়ে। কমিউনিটি শিল্ড জেতার পর গত শনিবার ইংল্যান্ডের শীর্ষ লিগে নটিংহ্যাম ফরেস্টকে ২-১ গোলে হারায় মিকেল আর্তেতার দল। আর্সেনালের পরবর্তী ম্যাচ আগামী ২২ অগাস্ট, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে।

গানাররা শেষবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ২০০৩-০৪ মৌসুমে। এরপর কয়েক মৌসুমে সম্ভাবনা জাগিয়েও আর শিরোপা জিততে পারেনি। গত মৌসুমে তারা অনেকটা এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ছিটকে গেছে শিরোপার দৌড় থেকে। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় সিটি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here