স্পোর্টস ডেস্ক:: আর্জেন্টাইন বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি মানেই রেকর্ড। একের পর এক ‘রেকর্ড’ ছুঁয়ে ফেলা মেসি এবার নতুন এক ‘রেকর্ড’ করলেন। ক্লাব ফুটবলে নতুন মাইলফলকে পিএসজির এই তারকা।
গত রাতে ফরাসি লিগে পিএসজিকে জিতেয়েছেন তিনি। টানা দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে জিতেছে ফরাসি ক্লাবটি। ২-০ গোলে হারিয়েছে নিস। এই ম্যাচের দু’টি গোলেই মেসির অবদান।
দলকে এগিয়ে নেওয়া প্রথম গোলটি মেসি নিজে করেন। ম্যাচের ২৬তম মিনিটে তার গোলেই এগিয় যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে সার্জিও রামোস আরো একটি গোল করেন। সেই গোল দিয়েই মেসি নতুন মাইলফলক স্পর্শ করেন।
ম্যাচের ৭৬তম মিনিটে লিওনেল মেসির পাস থেকেই দারুণ এক গোল করেন রামোস। আর সে গোল দিয়েই মেসি ক্লাব ফুটবলে ১০০০ হাজার গোলে অ্যাসিস্ট করার নতুন মাইলফলক স্পর্শ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post