স্পোর্টস ডেস্কঃ আজ পর্দা নামছে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩’র। মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি লড়বে ভারত ও কুয়েত। ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
সেই ম্যাচে নতুন এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন সুনীল ছেত্রী। বর্তমানে সাফের ইতিহাসে সর্বোচ্চ ২৩ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন মালদ্বীপের আলী আশফাক ও ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী।
তাই আর মাত্র এক গোল করতে পারলেই, আশফাককে টপকে এককভাবে শীর্ষে চলে আসবেন সুনীল। এককভাবে সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নেবেন তিনি। তাই ট্রফি জেতার পাশাপাশি সুনীলের ব্যক্তিগত অর্জনের মিশনও এই ফাইনাল।
দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই সাফ চ্যাম্পিয়নশিপের সবচেয়ে সফল দল ভারত। আধিপত্য বিস্তার করে এর আগে আরও ৮ বার শিরোপার স্বাদ পেয়েছে ভারত। তাই সুনীল ছেত্রীদের জন্য রেকর্ড সমৃদ্ধ করতে নবম শিরোপা জেতার লড়াই। অপরদিকে আমন্ত্রিত দল হয়ে সাফে খেলতে আসা মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত প্রথমবার শিরোপা জয়ের জন্য উন্মুখ হয়ে আছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা