স্পোর্টস ডেস্কঃ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ম্যাচে গড়েছে দারুণ এক বিশ্ব রেকর্ড। ভানুয়াতুর পেসার নালিন নিপিকোর ওভারে ৬ বলে ৬টি ছক্কা মেরেছেন সামোয়ার ব্যাটার ডারিয়াস ভিসের। এই ওভারে ৩টি নো বলও দেন নিপিকো। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ৩৬। তবে ভিসের তাণ্ডবে এক ওভারে রান আসে ৩৯!
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এতদিন এক ওভারে সর্বোচ্চ ছিল ৩৬ রান। ২০০৭ বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং। সেই বিশ্বরেকর্ড ভেঙে গেল এবার। সামোয়ার উইকেটরক্ষক-ব্যাটার ভিসের এক ওভারে নিলেন ৩৯ রান। ঘটনাটি সামোয়ার ইনিংসের ১৫তম ওভারের। ওভারের প্রথম তিন বলে ৩টি ছক্কা মারেন ভিসের। নিপিকোর পরের বলটিতে আম্পায়ার নো বলের সংকেত দেন। ফ্রি হিটে আবারও ছক্কা হাঁকান ভিসের। পরের বলটি হয় ডট, সেটাও অবশ্য ভাগ্যের ছোঁয়ায়। তাঁর শট সোজা গিয়ে নন স্ট্রাইক এন্ডের স্টাম্পে লাগে। এরপর টানা দুটি বল নো দেন নিপিকো। যার শেষটিতে লং লেগের ওপর দিয়ে ছক্কা মারেন ভিসের। ওভারের শেষ বলটিতেও হয় ছক্কা। এভাবেই উঠেছে ৩৯ রান। ভিসের ওই ম্যাচে ৬২ বলে ১৩২ রান করেন। ১৭৪ রান তোলে সামোয়া। ভানুয়াতুর ইনিংস শেষ হয় ১৬৪ রানে। ১০ রানে ম্যাচ জিতে নেয় সামোয়া। যে নিপিকো এক ওভারে ৩৯ রান দিলেন, তিনি ব্যাট হাতে ওপেন করতে নেমে ৫২ বলে ৭৩ রান করেন। কিন্তু ম্যাচ জেতাতে পারেননি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০