স্পোর্টস ডেস্কঃ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা। এ জয়ে ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা।
দিনের অন্য ম্যাচে জিতে ব্রাজিলের গ্রুপসঙ্গী ইতালিও উঠে গেছে নক আউট পর্বে। তারা হারিয়েছে গ্রুপের তুলনামূলক দূর্বল দল ডমিনিকা রিপাবলিককে। সমান ম্যাচ খেলে ইতালি ও নাইজেরিয়ার পয়েন্টও সমান ৬ করে। গোল ব্যবধানে দুইয়ে ইতালি, তিনে নাইজেরিয়া।
বুয়েন্স অ্যাইরসের দিয়েগো অ্যারমান্দো ম্যারাদোনা স্টেডিয়ামে ব্রাজিল প্রথম ম্যাচের লিড নেয় ৪২ মিনিটে। মার্কিনিয়োসের কর্নার থেকে পাওয়া বলে হেড দিয়ে জাল খুঁজে নেন জিন পেদ্রোসো। হেড করে গোল করেন তিনি। ১৯ বছর বয়সী ডিফেন্ডারের এটি চলতি আসরে দ্বিতীয় গোল।
এরপর লিড দ্বিগুণ করতে সময় নেয়নি পাঁচবারের চ্যাম্পিয়নরা। প্রথম গোলে অ্যাসিস্টের পর এবার গোলের খাতায় নাম লেখান মার্কিনিয়োস। প্রথমার্ধের যোগ করা সময়ে আর্সেনালের এই উইঙ্গার ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে ডি-বক্সে ঢুকে প্লেসিং শটে বল জালে জড়ান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০