স্পোর্টস ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সে ফিরলেন ডোয়াইন ব্রাভো। এই দলে সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং নিকোলাস পুরানের মতো জাতীয় দলের একসময়কার সতীর্থদের পাবেন তিনি। নাইট রাইডার্স একদিন আগে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে উইন্ডিজের সাবেক কোচ ফিল সিমন্সকে। এবার তারা দলে ফেরাল তারকা অলরাউন্ডার ব্রাভোকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি।
নাইট রাইডার্সে ফিরে ব্রাভো বলেন, ‘যাক, দীর্ঘ প্রতীক্ষা শেষ হলো অবশেষে। বাড়ি ফেরা হলো। নাইট রাইডার্সে ফিরতে পেরে অত্যন্ত আনন্দ বোধ করছি। আমি এর আগে দল ছাড়ার পরও বেঙ্কি (বেঙ্কি মাইসোর) বলেছেন যে নাইট রাইডার্সে ফিরে আসার জন্য সবসময় দরজা খোলা আছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্রিকেটের সেরা অনুভূতি পাওয়া যায়। যেখানে সবথেকে আবেগপ্রবণ সমর্থক আছেন। যাঁরা নিজেদের দলের জয় দেখতে অভ্যস্ত হয়ে গেছেন।’
৯৭ ম্যাচে ১২৪ উইকেট নিয়ে সিপিএলের ইতিহাসের সেরা বোলার ব্রাভো। সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়েও সবচেয়ে বেশি উইকেট তার। ৫৫৮ ম্যাচে ৮.২৩ ইকোনমি রেটে ৬১৫টি উইকেট নিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। নাইট রাইডার্সের জার্সিতে ২০২০ সাল পর্যন্ত ছিলেন ব্রাভো। চারবার জিতেন সিপিএল শিরোপা (২০১৫, ২০১৭, ২০১৮ এবং ২০২০)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০