নাইট রাইডার্সে ফিরলেন ব্রাভো

0
64

স্পোর্টস ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সে ফিরলেন ডোয়াইন ব্রাভো। এই দলে সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং নিকোলাস পুরানের মতো জাতীয় দলের একসময়কার সতীর্থদের পাবেন তিনি। নাইট রাইডার্স একদিন আগে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে উইন্ডিজের সাবেক কোচ ফিল সিমন্সকে। এবার তারা দলে ফেরাল তারকা অলরাউন্ডার ব্রাভোকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি।

ব্রাভোর সাবেক জাতীয় দলের সতীর্থ ও বন্ধু কাইরন পোলার্ড তার অন্তর্ভুক্তি নিয়ে বলেন, ‘দারুণ মুহূর্ত। চ্যাম্পিয়ন ব্রাভো তার ঘরের ফ্র্যাঞ্চাইজিতে ফিরে এসেছে। আমাদের সম্পর্ক এবং বন্ধুত্বর তুলনা হয় না। এবার একসঙ্গে নাইট রাইডার্সকে প্রতিনিধিত্ব করার সুযোগ এসেছে। লাল এবং কালো জার্সিতে তাকে পেয়ে ভালো লাগছে।’

সিপিএলের আগামী আসর শুরু হবে ১৭ আগস্ট। আসর শুরু হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াহসের ও সেন্ট লুসিয়া কিংসের ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে সব ভেন্যুতে ছয়টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। সিমন্সের অধীনে নাইট রাইডার্স নিজেদের প্রথম ম্যাচ খেলবে আসর শুরুর তিন দিন পর, সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে।

৯৭ ম্যাচে ১২৪ উইকেট নিয়ে সিপিএলের ইতিহাসের সেরা বোলার ব্রাভো। সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়েও সবচেয়ে বেশি উইকেট তার। ৫৫৮ ম্যাচে ৮.২৩ ইকোনমি রেটে ৬১৫টি উইকেট নিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। নাইট রাইডার্সের জার্সিতে ২০২০ সাল পর্যন্ত ছিলেন ব্রাভো। চারবার জিতেন সিপিএল শিরোপা (২০১৫, ২০১৭, ২০১৮ এবং ২০২০)।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here