নাঈমের ঘূর্ণিতে ৫৪ রানে শেষ বরিশাল, বড় জয় চট্টগ্রামের

0
152

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে বড় জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ। ব্যাট হাতে মুমিনুল হকের জোড়া ফিফটির ম্যাচে নায়ক নাঈম হাসান। ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে গুঁড়িয়ে দিয়েছেন বরিশাল বিভাগকে। ২৫তম জাতীয় ক্রিকেট লিগে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩০০ রানের বড় জয় পেয়েছে চট্টগ্রাম। রোববার ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন নাঈম। দুই ইনিংসে ৮ উইকেট ও ৪২ রান করেন তিনি।

পারভেজ হোসেন ইমনের ৮২ এবং মুমিনুল হকের ৮১ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ২৯৮ রান তোলে চট্টগ্রাম। জবাবে প্রথম ইনিংসে ২০০ রানে অলআউট হয় বরিশাল। দলটির হয়ে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক রাব্বি। সেই ইনিংসে তিনটি করে উইকেট নেন ফাহাদ এবং নাঈম।

প্রথম ইনিংসে তিনশ ছুঁই ছুঁই রান করার পর দ্বিতীয় ইনিংসে ২৫৬ রান তুলে ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম। দলটির হয়ে ৮৪ রানের অনবদ্য এক ইনিংস খেলেন মুমিনুল। ২৯ রান করেন ওপেনার সৈকত আলী। তাতে বরিশালের লক্ষ্য দাঁড়ায় ৩৫৫ রান। বিশাল লক্ষ্যে খেলতে আগের দিন ২১ রান তুলতেই দুই উইকেট হারায় বরিশাল। নিজেদের দ্বিতীয় ইনিংসে রোববার মাত্র ৫৪ রানে অলআউট হয় ফাজলে মাহমুদ রাব্বির দল।

বরিশালের হয়ে দুই অঙ্কের রান স্পর্শ করতে পেরেছেন কেবল শামসুল ইসলাম অনিক। এই উইকেটরক্ষক অপরাজিত ছিলেন ১০ রানে। এ ছাড়া বাকি সবাই ফিরেছেন এক অঙ্কের রান করেন। তাদের মধ্যে তিনজন রানের খাতাই খুলতে পারেননি। চট্টগ্রামের হয়ে মাত্র ২১ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছেন নাঈম। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি এই স্পিনারে ষোড়শ পাঁচ উইকেট শিকার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here