স্পোর্টস ডেস্কঃ তিন দিনেরও কম সময়ে শেষ হয়ে যায় নাগপুর টেস্ট। ভারতের ২২৩ রানের লিডের জবাবে মাত্র ৯১ রানে দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়ার। ফলে ইনিংস এবং ১৩২ রানের ব্যবধানে হেরেছে অজিরা। প্রথম টেস্ট জিতে চার ম্যাচ সিরিজে ১-০ তে লিড নিয়েছে ভারত।
প্রথম টেস্ট হারের পর অস্ট্রেলিয়ার স্কোয়াডে এসেছে পরিবর্তন। ম্যাট কুহহেম্যানকে স্কোয়াডে নেওয়া হয়েছে। দিল্লি টেস্টে একাদশে দেখা যেতে পারে বাঁহাতি এই স্পিনারকে। লেগ স্পিনার মিচেল সোয়েপসনের পরিবর্ত হিসেবেই অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে ডাক পেলেন তিনি।
সোয়েপসন নাগপুরের প্রথম টেস্টে মাঠে নামার সুযোগ পাননি। তিনি দ্বিতীয় টেস্টের আগেই দেশে ফিরছেন। প্রথম সন্তানের জন্মের সময়ে বান্ধবীর পাশে থাকতেই ব্রিসবেনে উড়ে যাচ্ছেন এই লেগ স্পিনার। কুনম্যান এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে মোটে ৪ ওয়ানডে খেলেছেন। অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও মাঠে নামেননি ২৬ বছর বয়সী কুইন্সল্যান্ডের স্পিনার।
এখন পর্যন্ত ১২ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন কুনম্যান। নিয়েছেন ৩২টি উইকেট। ২৮টি লিস্ট-এ ম্যাচে তাঁর সংগ্রহ ৪৩টি উইকেট। ৩৬টি টি-২০ ম্যাচে ম্যাট ২৭টি উইকেট শিকার করেছেন। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন তিনি। ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশেও খেলেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post