স্পোর্টস ডেস্কঃ আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপের পরেই জার্মানি জাতীয় ফুটবল দলের সাথে সম্পর্ক ছিন্ন করছেন জুলিয়ান নাগলসম্যান, এমন গুঞ্জনই শোনা যাচ্ছিল। তবে সেটি গুঞ্জনই থেকে গেল। ইউরো নয়, আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত জার্মানি দলের ডাগ আউটে দেখা যাবে নাগলসম্যানকে।
তার সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। নতুন চুক্তিতে ২০২৬ সাল পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব থাকবে নাগলসম্যানের কাঁধে। এর আগে প্রাথমিকভাবে ২০২৪ সালের জুন-জুলাইয়ে হতে যাওয়া ইউরো পর্যন্তই দায়িত্ব ছিল। তবে সেটি দুই বছর বাড়ানো হয়েছে এখন।
হান্স ফ্লিককে বরখাস্ত করার পর নাগলসম্যানের অধীনে ৬টি ম্যাচে খেলে জার্মানি জিতেছে ৩ ম্যাচে। রয়েছে ২ হার ও ১ ড্র। তবে যে তিনটি জয় রয়েছে, তার মধ্যে দুটিই ফুটবল বিশ্বের পরাশক্তি ফ্রান্স ও নেদারল্যান্ডসের বিপক্ষে। যার ফলে খুব একটা খারাপ বলা যায় না পারফরম্যান্স।
এছাড়া তারকা ক্লাব আর চেনা মুখ দেখে খেলান না নাগলসম্যান। সবাইকে সুযোগ দেওয়ার পক্ষে তিনি। নিজের ৬টি ম্যাচে ঘুরিয়ে-ফিরিয়ে ৩১ ফুটবলারকে খেলিয়েছেন। যা আলাদাভাবে নজর কেড়েছে সবার। অনেক নতুন মুখ সুযোগ দিয়েছেন। পুরো দলকে এক সুতোয় বেঁধে রেখেছেন। আর তাই সাবেক বায়ার্ন, লাইপজিগের সফল কোচকে ধরে রাখছে জার্মান ফুটবল ফেডারেশন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post