স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব ছাড়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বিসিবির শীর্ষ মহলের অনুমোদন পেলে অধিনায়কত্ব ছেড়ে নির্ভার হতে চান নাজমুল হোসেন শান্ত। সাউথ আফ্রিকা সিরিজের পরপরই তিনি নেতৃত্ব ছাড়তে, বিসিবিকে এমন মনোভাবের কথা জানিয়েছেন টাইগার অধিনায়ক।
শান্তের নেতৃত্ব ছাড়ার খবর গণমাধ্যমে এসেছে। এখন আলোচনা নতুন কে হচ্ছেন অধিনায়ক? ক্রিকেট বোর্ড কি কাউকে অধিনায়ক করবে? নাকি নাজমুল হোসেন শান্তকে থেকে যাওয়ার অনুরোধ করবে? নেতৃত্ব নিয়ে এমন টানা পোড়নের মাঝেই নতুন হাওয়া লাগালেন তাইজুল ইসলাম।
বাংলাদেশ দলের বাঁহাতি স্পিনার জানিয়েছেন, দীর্ঘ দশ বছর খেলার অভিজ্ঞতা আছে তার। নেতৃত্ব দিলে তিনি সেটা নিতে চান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন তাইজুল। নানা প্রশ্নের ভীড়ে সাংবাদিকদের একটি প্রশ্ন ছিলো, অধিনায়কত্বের সুযোগ এলে তিনি নেবেন কিনা?
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাইজুল স্পষ্টই প্রকাশ করেন তার আগ্রহের কথা। জানান, এক দশক জাতীয় দলে খেলার অভিজ্ঞতার কথা। সুযোগ এলে তিনি অধিনায়ক হতে চান। এই স্পিনার প্রশ্নের জবাবে বলেন, ‘যেহেতু ১০ বছর খেলেছি, পুরোটাই তৈরি।’
তবে শান্তর নেতৃত্ব ছাড়ার বিষয়টি গণমাধ্যমে এলে সতীর্থ ক্রিকেটাররা কিছুই জানেন না। তাইজুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, ‘এই বিষয়ে আমি এখনও শুনিনি, এটা আমার পার্টও না। এ বিষয়ে আমি সঠিক জানি না। ক্যাপ্টেন কে হবে এরকম টিম মিটিং কখনই হয়নি। আমি জানিই না ভাই এ বিষয়ে। এটা টিম গেম। টিম কী করে ভালো থাকবে এটাই ইম্পরট্যান্ট। প্রভাব হয়ত কেউ কেউ নিতে পারে, কেউ কেউ নির্ভার থেকে নিজের কাজ করে যেতে পারে। আমি সবসময় নির্ভার থেকে নিজের কাজ করার চেষ্টা করি। দলে এসব যখন ঘটে জানি না কে কীভাবে নেয়, সবার মানসিকতা একরকম না। প্রশ্নটা গভীর, এটার উত্তর আসলে আমার কাছে নেই, এটাই সত্যি। ম্যানেজমেন্ট বা বোর্ডের মিটিংয়ে আমি বা খেলোয়াড়রা থাকে না। কোচ ক্যাপ্টেন কে হচ্ছে এটা আসলে আমাদের পার্ট না।’
সতীর্থরা চাইলে অভিজ্ঞতা বিনিময় করা যায় জানিয়ে তাইজুল বলেন, ‘আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমার কাছ থেকে আপনি কতটা নিচ্ছেন এটা গুরুত্বপূর্ণ। হোক টিমমেট বা দেশের জনগণ। মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, ফিল্ড পজিশন বা ব্যাটারকে সেটআপ এগুলো মাঝে মাঝে আমি বলে থাকি। ক্যাপ্টেনও জিজ্ঞেস করে। আমি চেষ্টা করি ভূমিকা রাখার।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০