স্পোর্টস ডেস্ক:: প্রিমিয়ার লিগে নাটকীয় ম্যাচে শেষ মূহুর্তে হেরেছে এরিক টেন হাগের দল ম্যানচেস্টার ইউনাইটেড। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে শেষ মূহুর্তের নাটকীয়তা পেনাল্টিতে ব্রাইটনের দারুণ এক জয়।
ম্যানইউকে হারিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে ব্রাইটন। তাতেই ম্যানইউ’র টানা তিন হার। দারুণ ভাবে লিগ শুরু করা দলটি একের পর এক হারে রীতিমতো বিপর্যস্ত। এদিন ম্যাচটাও দারুণ ভাবে শুরু করে তারা। আক্রমণের পর আক্রমণ। কিন্তুু শেষ মূহুর্তে আর জেতা হলো না। ১-০ গোলের জয় ব্রাইটনের।
নিজেদের মাঠে এই ব্রাইটনের কাছে আগস্টে হেরে মৌসুম শুরু করা ম্যানচেস্টার ইউনাইটে এবারের দেখায়ও নিতে পারলো না প্রতিশোধ। দুই দলের সমানে সমান লড়াইয়ের ম্যাচটির প্রথমার্ধ শেষ হয় গোল শুন্য সমতায়। কেউই পায়নি গোলের দেখায়।
দ্বিতীয়ার্ধে আক্রমণের পর আক্রমণ, পাল্টা আক্রমণও চলে। ম্যানইউও জালের দেখা পায়নি। ব্রাইটনও ম্যানইউকে গোল দিতে পারেনি। নির্ধারিত সময়ও শেষ হয়ে যায় গোল শুন্য সমতায়। এরপরই ঘটে নাটকীয়তা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যোগ করা সময়ের নবম মিনিটেই খুলে গোলের গেটু।
যোগ করা সময়ে নিজেদের বক্সেই বিপদ ডেকে আনে ম্যানইউ। রেফারি পেনাল্টি বাঁশি বাজান। যোগ করা সময়ের নবম মিনিটে আলেক্সিস মাক আলিস্তেবেরে স্পট কিকে ব্রাইটনের ১-০ গোলের জয় নিশ্চিত হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post