নিজস্ব প্রতিবেদকঃ সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালকে ঘিরে নাটকীয়তা যেন সবকিছুর সীমা ছাড়িয়ে গেল। ম্যাচ কমিশনারের একটা ভুলের কারণে এই ম্যাচ নিয়ে ব্যাপক জটিলতার সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত যৌথভাবে দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ফাইনালকে ঘিরে এই বিতর্ক জন্ম নেয় মূলত শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া ডিলনের ভুলে। আন্তর্জাতিকভাবে টাইব্রেকারে ফল নির্ধারণ না হওয়া পর্যন্ত শট নেওয়ার নিয়ম থাকলেও ম্যাচ কমিশনার দুই অধিনায়ককে ডাকেন টসের জন্য। তাতেই জন্ম বিতর্কের। সেই গ্যাঞ্জামের সময় জানা যায়, ভারত ৩০ মিনিটের মধ্যে মাঠে না ফিরলে বিজয়ী ঘোষণা করা হতে পারে বাংলাদেশকে। তবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। লম্বা সময় অপেক্ষা করতে হলেও দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, যতক্ষণ টাই থাকবে ততোক্ষণ সাডেন ডেথ চলবে। তবুও শ্রীলঙ্কার ম্যাচ কমিশনার ডি সিলভা হুট করেই টসের মাধ্যমে চ্যাম্পিয়ন ঘোষণা করার সিদ্ধান্ত নেন। টস করার সময় এই সিদ্ধান্তের বিরোধিতা করেনি বাংলাদেশ। তবে টস হারার সঙ্গে সঙ্গে আপত্তি তোলেন বাংলাদেশ অধিনায়ক আফিদা খাতুন। দলের কোচ এবং স্টাফরাও এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি। মাঠে উপস্থিত দর্শকরাও জানান বিরূপ প্রতিক্রিয়া
টস হারার পর টুর্নামেন্টের অফিসিয়াল নিয়ম ম্যাচ কমিশনারের কাছে তুলে ধরে বাংলাদেশ। শ্রীলঙ্কার ম্যাচ কমিশনার ডি সিলভা ডিলান সাফ ও অন্যদের সাথে আলোচনার পর পুনরায় সাডেন ডেথের সিদ্ধান্ত নেন। তবে এতে আপত্তি জানায় ভারত। ম্যাচ কমিশনারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মাঠ ছাড়ে ভারত। এরপর ম্যাচ কমিশনার দীর্ঘক্ষণ আলোচনা চালিয়ে যান দুই পক্ষের সঙ্গে। শুরুতে ভারত কোনো সিদ্ধান্ত মেনে নিতে না চাইলেও শেষ পর্যন্ত যৌথ চ্যাম্পিয়নের সিদ্ধান্তে সম্মত হয় তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post