স্পোর্টস ডেস্কঃ দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন ক্যাসপার রুড। সেমি ফাইনালে মারিন সিলিচকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন নরওয়ের তারকা। সেমি ফাইনালে ৩-১ সেটের ব্যবধানে।
প্রথম সেট ৬-৩ ব্যবধানে হেরে যান রুড। তবে পরবর্তীতে দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। পরের তিন সেটে ৬-৪, ৬-২, ৬-২ ব্যবধানে যথাক্রমে টানা জিতে নিয়ে ম্যাচ জিতে নেন রুড। আর এই জয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠেন ২৩ বছর বয়সী এই খেলোয়াড়।
তবে ফাইনালে তার জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষার। কেননা সেখানে খেলবেন রাফায়েল নাদাল। স্প্যানিশ কিংবদন্তী ফরাসি ওপেনের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন, একইসাথে রেকর্ড ২১ গ্র্যান্ড স্লামের মালিকও। আগামী রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় প্যারিসে ফাইনালে মুখোমুখি রুড ও ৩৬ বছর বয়সী নাদাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা