‘নাপোলিকে মানুষ অনেক ভালোবাসে’

0
90

স্পোর্টস ডেস্কঃ সবাইকে চমকে দিয়ে অবিশ্বাস্য ধারাবাহিক পারফরম্যান্সে ৩৩ বছরের খরা ঘুচিয়ে ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন এখন নাপোলি। কোচ লুসিয়ানো স্পালেত্তির অধীনে সিরি-এ লিগ শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় তারা। দাপটের সাথে শিরোপা জয়ের পরপরই লুসিয়ানো কোচের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ান। সৌদি আরবের ক্লাব আল নাসরে বরখাস্ত হওয়া রুডি গার্সিয়া নেন ইতালির চ্যাম্পিয়নদের দায়িত্ব।

ইতালিয়ান ফুটবলে কোচিংয়ের অভিজ্ঞতা আছে গার্সিয়ার। ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত এএস রোমার দায়িত্বে থাকতে ক্লাবটিকে দুবার চ্যাম্পিয়ন্স লিগে তুলেছেন ৫৯ বছর বয়সী এই ফরাসি কোচ। নিজের দেশে মার্শেই ও লিঁওর কোচও ছিলেন। ইতালিয়ান ভাষাটাও বেশ ভালোই জানেন তিনি। তবে এবার নেপলসে এসে বেশ অবাক হয়েছেন তিনি। গার্সিয়া জানান, এই ক্লাবকে মানুষ অনেক ভালোবাসে।

এক সাক্ষাৎকারে গার্সিয়া বলেন, ‘আমি যখন প্রথম নেপলসে আসি তখন চারদিকে শুধুমাত্র এই ক্লাবের ব্যানার ও পতাকা দেখেছি। তাতেই বোঝা গেছে এই ক্লাবটিকে নিয়ে শহরটা কতটা গর্বিত। আশা করছি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারব। আমি যখন কোন প্রতিযোগিতা শুরু করি তখন শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামি। যদিও এখানকার প্রত্যাশা অনেক বেশী। আমি বিশ্বাস করি এই ধরনের একটি ক্লাবের প্রতি বছরই চ্যাম্পিয়ন্স লিগে খেলা উচিৎ।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here