নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। যেখানে তাদের প্রতিপক্ষে ব্রাদার্স ইউনিয়ন। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২৬৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে প্রাইম ব্যাংক। জিততে হলে ব্রাদার্সকে করতে হবে ২৬৯ রান।
আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করেছে প্রাইম ব্যাংক। দলের শুরুটা দারূণ হয়। তরুণ দুই ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল ও শাহদাত হোসেন দিপুর উদ্বোধনী জুটিতেই আসে ৮৯ রান। ১৭.৩ ওভার স্থায়ী জুটি ভাঙে দিপুর বিদায়ে। শুরুটা ভালোর পর, মিডল অর্ডারেও মাঝারি সংগ্রহের মতোই ব্যাট করছিল দলটি। শেষ পর্যন্ত আড়াইশ পার করে বেশি দূর যেতে পারেনি প্রাইম ব্যাংক।
দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন ওপেনার নাবিল। ১১৩ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় নিজের ইনিংস সাজান নাবিল। ৪৭ বলে ৬ বাউন্ডারিতে ৪৩ রান করেন আরেক ওপেনার দিপু। ২ বাউন্ডারি ও ১ ছয়ের মারে অলক কাপালির ব্যাটে আসে ২৮ রান।
ব্রাদার্স ইউনিয়নের হয়ে সাব্বির হোসেন একাই ৩টি উইকেট শিকার করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা