নাবিল-জয়ের ব্যাটে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

0
72

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ এইচপি দল। বৃহস্পতিবার শ্রীলঙ্কা এইচপি দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২১ রানে জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। আগের ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারা বাংলাদেশ আজ আগে বোলিং করে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ২৯৭ রান করে স্বাগতিক শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন আহান উইক্রামাসিংহে। সোনাল দিনুশা খেলেন ৬২ রানের ইনিংস। শেষ দিকে বিজয়কান্থ ভিয়াসকান্থ, চামিন্দু উইক্রামাসিংহের ক্যামিও ইনিংসে তিনশর কাছাকাছি যায় লঙ্কানরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মুশফিক হাসান। আরেক পেসার আহমেদ শরিফ ধরেন ২ শিকার। লেগ স্পিনার রিশাদ হোসেন ৯ ওভারে ৭৬ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। অফস্পিনে নাঈম আহমেদ কিপটে বোলিং শিকার করেন ১ উইকেট। ১০ ওভারে এক মেডেনে ৩২ রান খরচ করে ১ উইকেট নেন তিনি।

রান তাড়ায় ব্যর্থ হয়েছেন বাংলাদেশে দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও অমিত হাসান। অধিনায়ক ইমন ৩৫ করলেও রানের খাতা খোলা হয়নি অমিতের। তৃতীয় উইকেটে ১৩০ রানের দারুণ এক জুটি গড়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল হাসান জয় ও প্রান্তিক নওরোজ নাবিল। ৬৯ বলে ৫৭ রানে জয় এবং ১১৬ বলে ৯২ রানে অপরাজিত থাকেন নাবিল।

নাবিলের ইনিংসে ছিল ৯টি চার ও ১টি ছয়ের বাউন্ডারি। জয় খেলেন ৬৯ বলে ৪ চারে ৫৭ রানের ইনিংস। বৃষ্টি নামায় স্রেফ ৮ রানের জন্য সেঞ্চুরি করা হয়নি নাবিলের। খেলা থামার আগে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৬ ওভারে ২ উইকেটে ২০০ রান। আলোকস্বল্পতা ও বাজে ফ্লাড লাইটের কারণে খেলা বন্ধ হয়ে যায় তখন। ম্যাচ অফিসিয়ালরা ২১ রানে জয়ী ঘোষণা করেন বাংলাদেশকে। দারুণ জয়ে তারা ওয়ানডে সিরিজে ফেরায় সমতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here