নিজস্ব প্রতিবেদক:: স্বাগতিক চট্টগ্রাম বিভাগীয় দলের বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগে দারুণ শুরু করেছে সিলেট বিভাগীয় দল। দুই স্পিনার নাবিল সামাদ ও নাঈম আহমদদের স্পিন ঘূর্ণিতে তামিম ইকবাল-ইরফান শুক্কুরদের চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসে প্রথম দিনেই অলআউট হয়েছে মাত্র ১৪১ রানে।
টস জিতে ফিল্ডিংয়ে নেওয়া সিলেট দারুণ শুরু করলো। প্রতিপক্ষকে ১৪১ রানে অলআউট করে নিজেদের প্রথম ইনিংসে প্রথম দিন শেষে সিলেট বিভাগীয় দল ১৫ রান তুলেছে কোনো উইকেট না হারিয়েই। দুই ওপেনার ৪ রানে অপরাজিত থাকা তান্না ও ১১ রানে অপরাজিত থাকা তুষার দ্বিতীয় দিন আবারো ব্যাট করতে নামবেন।
টস হেরে আগে ব্যাট করতে নামা চট্টগ্রাম সিলেটের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি। ইনিংস সর্বোচ্চ ৩১ রান করেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেছেন সাব্বির হোসেন। ১৫ রান করেছেন পারভেজ ইমন। ১৪ রান করেছেন হাসান মুরাদ।
সিলেটের হয়ে নাবিল সামাত ২৭.১ ওভারে ৮ মেডেনে ৪৭ রানে ৫টি, অভিষিক্ত নাঈম ২০ ওভারে ৮ মেডেনে ২৮ রানে ৩টি, শাহনুর ও সাকিব ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০