নাভিনকে নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে আফগানিস্তান

0
40

স্পোর্টস ডেস্কঃ চলতি এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আফগানিস্তান আসন্ন ওয়ানডে বিশ্বকাপে দলে ফিরিয়েছেন পেসার নাভিন উল হক, আজমতুল্লাহ ওমরজাইকে। হাঁটুতে অস্ত্রোপচার করানোর পর পুনর্বাসন প্রক্রিয়ায় থাকার কারণে এশিয়া কাপে খেলতে পারেননি নাভিন। তবে চোট কাটিয়ে উঠায় ডানহাতি এই পেসারকে নিয়ে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম ম্যাচ ৭ অক্টোবর ধর্মশালায় বাংলাদেশের বিপক্ষে। বৈশ্বিক এই আসরে আফগান দলকে নেতৃত্ব দেবেন হাশমাতুল্লাহ শহিদী। দলে আছেন রহমানুল্লাহ গুরবাজের মতো বিধ্বংসী ওপেনার। মিডল অর্ডারে দারুণ ব্যাটিং করতে পারেন অভিজ্ঞ অলরাউন্ডার নবী। রশিদ খান-মুজিব উর রহমানদের নিয়ে তাদের আছে বিশ্বমানের স্পিন বোলিং বিভাগ।

এদিকে এশিয়া কাপের আগে পাকিস্তান সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন গুলবাদিন নাইব। খেলেছেন চলমান এশিয়া কাপেও। তবে বিশ্বকাপ দলে ডাক পাওয়া হয়নি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানকে নেতৃত্ব দেয়া অভিজ্ঞ এই ক্রিকেটার। তবে রিজার্ভ ক্রিকেটারের তালিকায় আছেন এই অলরাউন্ডার। আফগানদের রিজার্ভ তালিকায় আছেন আরও দু’জন- শরাফউদ্দিন আশরাফ ও ফরিদ আহমেদ।

আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড-

হাশমতউল্লাহ শহিদী (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রহমত শাহ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, আব্দুল রেহমান, নূর আহমেদ, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও নাভিন উল হক।

রিজার্ভ ক্রিকেটার-

গুলবাদিন নাইব, শরাফউদ্দিন আশরাফ, ফরিদ আহমেদ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here