নামিবিয়ার ড্রেসিং রুমে অভিনন্দন জানানো পাকিস্তানের ‘স্পিরিট অব ক্রিকেট’

0
0

স্পোর্টস ডেস্কঃ গত অক্টোবর-নভেম্বরে আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্বপ্নের মতো কাটিয়েছে নামিবিয়া। মাত্র ২৫ লাখ মানুষের দেশ। প্রথমবারের মতো তারা এসেছিল বিশ্বকাপ খেলতে। এসেই বাজিমাত করে দলটি। উঠে যায়  সুপার টুয়েলভ। প্রথম পর্বে তারা হারিয়েছিল স্কটল্যান্ডকেও।

গত বিশ্বকাপে সুপার টুয়েলভ নিশ্চিতে আগামী বিশ্বকাপে সরাসরি খেলাও নিশ্চিত করেছে নামিবিয়া। গত ২রা নভেম্বর সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের কাছে  ৪৫ রানে তারা।  নামিবিয়াকে হারিয়েই বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছিল পাকিস্তান। এই ম্যাচের পর দারুণ কাজ করেছেন পাকিস্তানের ক্রিকেটাররা।

নামিবিয়াকে বিশ্বকাপে সাফল্যের জন্য অভিনন্দন জানাতে তাদের ড্রেসিং রুমে হাজির হন পাকিস্তানের ক্রিকেটাররা। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

নভেম্বরে পাকিস্তানী ক্রিকেটারদের এই কাজ পাকিস্তানের বর্ষ সেরা ‘স্পিরিট অব ক্রিকেট’ খেতাব জিতেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্তৃক আয়োজিত বর্ষ সেরা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়েছে।

একনজরে পিসিবি অ্যাওয়ার্ডস ২০২১-

বছরের সেরা ওয়ানডে ক্রিকেটারঃ বাবর আজম (৬ ওয়ানডেতে ৪০৫ রান)।

বছরের সেরা টেস্ট ক্রিকেটারঃ হাসান আলি (৯ টেস্টে ৪১, ৫ উইকেট ৫ বার, ১ বার ১০ উইকেট, ১০-১১৪)

বছরের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারঃ মোহাম্মদ রিজওয়ান (২৯ টি-টোয়েন্টিতে ১৩২৬ রান)।

স্পিরিট অফ ক্রিকেটঃ নামিবিয়ার বিপক্ষে ৪৫ রানে জয়ের পর নামিবিয়ার ড্রেসিং রুমে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে কোয়ালিফাই করার জন্য অভিনন্দন জানানো।

বছরের সেরা আম্পায়ারঃ আসিফ ইয়াকুব।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here