স্পোর্টস ডেস্ক:: অবশেষে ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমতি পেলেন মোহাম্মদ মিঠুন-মুমিনুল হকরা। বাংলাদেশ ‘এ’ দল ভারতে সফরে যাওয়ার কথা ছিলো মাসের শুরুতেই। তবে ভারতীয় সরকারের অনুমতি প্রাপ্তিতে বিলম্ব হওয়ায় সফর পিছিয়ে যায়।
ভিসা প্রাপ্তির পর নতুন সমস্যা তৈরি হয় বাংলাদেশের সফরকারী দলের নাম নিয়ে। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ‘এ’ দল গঠন করে ভারত সফরে পাঠাচ্ছিলো। কিন্তুু প্রতিপক্ষ ভারতীয় বোর্ড বিসিসিআইয়ের ‘এ’ দল।
বাংলাদেশের ক্রিকেটারদের খেলতে হবে স্থানীয় একটি রাজ্য দলের সাথে। তামিলনাড়ু রাজ্য দলের বিপক্ষে সিরিজ হওয়াতে বোর্ড তাই ‘এ’ দল নাম পরিবর্তন করে বিসিবি একাদশ নাম দেয় সফরকারী দলের। কারণ ‘এ’ দলের বিপক্ষে ‘এ’ দলই খেলে থাকে। কিন্তুু ভারতীয় ‘এ’ দলতো দূরের কথা, একটি রাজ্য দলের সাথে খেলতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। সে কারণেই নাম হয়ে যায় বিসিবি একাদশ।
আগামিকাল ২২ অক্টোবর শনিবার বিসিবি একাদশ ঢাকা ছাড়বে তামিলনাড়ু রাজ্যের উদ্দেশ্যে। সেখানে ২৫ অক্টোবর প্রথম চার দিনের ম্যাচটি অনুষ্টিত হবে। ১ নভেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচটি। এরপরই ৭, ৯ ও ১১ নভেম্বর হবে তিনটি ওয়ানডে ম্যাচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০