স্পোর্টস ডেস্কঃ শেষ ওভারে ২৯ রানের সমীকরণ মেলালেন কলকাতা নাইট রাইডার্সের রিংকু সিং। শেষ ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়ে দলকে ৩ উইকেটের জয় এনে দিলেন বাঁহাতি এই ব্যাটার। আইপিএলে রোববার শেষ ওভারে জিততে কলকাতার দরকার ২৯ রান। যশ দয়ালের করা শেষ ওভারের প্রথম বলে উমেশ যাদব এক রান নিলে স্ট্রাইক পান রিংকু। ৫ বলে তখন সাবেক চ্যাম্পিয়নদের ২৮ লাগে জিততে। পরের পাঁচ বলে দয়ালকে টানা পাঁচ ছক্কা হাঁকান এই বাঁহাতি ব্যাটার। ২১ বলে ৪৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি।
ম্যাচ শেষে জয়ের কৃতিত্ব পেলেন রিংকু। অধিনায়ক নিতিশ রানা বলেন, ‘আমাদের বিশ্বাস ছিল, কারণ গত বছর রিংকু একই রকম কিছু করেছিল। যদিও সেবার আমরা জিততে পারিনি। আজ দ্বিতীয় ছয়ের পরে আমরা আরো বিশ্বাস করতে শুরু করি কারণ যশ দয়ালও ভালো পারফর্ম করছিলেন না। আপনি এই ভাবে একশ ম্যাচের মধ্যে একটি জিতেছেন।’
রানা আরো বলেন, ‘রিংকুর প্রতিভার ফল পাওয়া গেছে আজ। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল কেন সে (রিংকু) বড় ভূমিকা পালন করে না। এটা যদি তার দ্বিতীয় ভূমিকা হয়, তাহলে ভাবুন একটা প্রাথমিক ভূমিকায় সে কী করতে পারে। রিংকুর এই ইনিংস বর্ণনা করার ভাষা আমার কাছে নেই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০