স্পোর্টস ডেস্ক:: নারীদের চ্যাম্পিয়ন্স লিগে খেলা সুযোগ পেয়েছেন বাংলাদেশের চার ফুটবলার। সাবিনা খাতুন, মনিকা চাকমা, মারিয়া মান্ডা ও ঋতপর্ণা চাকমাকে দেখা যাবে চ্যাম্পিয়ন্স লিগে।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রথমবারের মতো আয়োজন করছে নারী চ্যাম্পিয়নস লিগ। প্রথমবারের মতো মাঠে গড়ানো টুর্নামেন্টটিতে অবশ্য বাংলাদেশের কোনো ক্লাব সুযোগ পায়নি। ফলে ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ এফসির হয়ে খেলবেন তারা।
পুরো মৌসুমের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন চার নারী ফুটবলারকে ছাড়তে চায়নি। কারণ অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ আছে। তবে ১০ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত বাফুফে ছাড়পত্র দিয়েছে।
রয়েল থিম্পু কলেজ এফসি চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বে খেলবে ‘ডি’ গ্রুপে। প্রতিপক্ষ ইরানের বাম খাতুন ফুটবল ক্লাব ও হংকংয়ের কিচে স্পোর্টস ক্লাব। গ্রুপপর্বের দুই ম্যাচ ২৫ ও ২৮ আগস্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০