স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের মাটিতেই আগামি ৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত হওয়া নারীদের টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে চায় সরকার। সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ইতিমধ্যে বিসিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।
বিসিবি থেকে ক্রীড়া উপদেষ্টাকে জানানো হয়েছে, সব প্রস্তুুতিই আছে। কেবল নিরাপত্তার বিষয়টি নিয়ে ভাবতে হচ্ছে। আইসিসিও নিরাপত্তার বিষয়টি জানতে চেয়েছে। শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর থেকেই ভেঙে পড়েছে নিরাপত্তা ব্যবস্থা। কাজে ফিরছে না পুলিশও।
এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে প্রয়োজনী ব্যবস্থার জন্য প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিম মাহমুদ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এমন কথা জানিয়েছেন।
বিশ্বকাপ নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সঙ্গে কথা বলেছি। যে বিষয়গুলো আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে রাষ্ট্রীয় পর্যায় থেকে কিছু কাজ করার ব্যাপার আছে। আমি আজই যমুনাতে (প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবন) এ বিষয়ে ইউনূস স্যারের সঙ্গে বিস্তারিত কথা বলব। তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি আমাদের এ বিষয়ে সহযোগিতা করবেন।’
আগামি ৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ আয়োজনের কথা। ১০ দলের বিশ্বকাপ দেশের দু’টি ভেন্যুতে অনুষ্টিত হবে। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে নারীদের বিশ্বকাপের লড়াই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০