নারীদের বিশ্বকাপের সেমিফাইনাল-ফাইনাল সিলেটে

0
32

নিজস্ব প্রতিবেদক:: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল-ফাইনাল অনুষ্টিত হবে। ২০২৪ সালের নারীদের টি-২০ বিশ্বকাপের আয়োজক হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দেশের দুই ভেন্যুতে নারীদের টি-২০ বিশ্বকাপ অনুষ্টিত হবে। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে নারী বিশ্বকাপের খেলা।

মঙ্গলবার আইসিসির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশে অনুষ্টিত হতে যাওয়া নারীদের এই টি-২০ বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল। দশ দলের বিশ্বকাপে ম্যাচ হবে ২৩টি। স্বাগতিক বাংলাদেশও খেলবে ঘরের মাঠে আয়োজিত এই বিশ্বকাপ।

মঙ্গলবার বার্মিংহামে আইসিসির সভায় ২০২৪ নারীদের টি-২০ বিশ্বকাপের আয়োজক হিসেবে বাংলাদেশ চূড়ান্ত করা হয়। এর আগেও বাংলাদেশ ২০১৪ সালে নারীদের টি-২০ বিশ্বকাপ ও পুরুষদের টি-২০ বিশ্বকাপ আয়োজন করেছিলো।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০১৪ সালে পুরুষ টি-২০ বিশ্বকাপের বেশ কিছু ম্যাচ আয়োজন হয়। নারীদের টি-২০ বিশ্বকাপের ম্যাচও হয়েছিলো এই মাঠে। যুব বিশ্বকাপও হয়েছে সিলেটে। এবার নারীদে বিশ্বকাপের সেমিফাইনাল-ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচও হবে প্রকৃতির রুপে রঙিন চা বাগান ঘেরা এই বাইশ গজে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here