নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন যখন নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেন জাতীয় দলের জন্য, তখন সবাই চমকে যায়। আর সেই চমকে যাওয়ার অন্যতম কারণ, হাবিবুল বাশার সুমনের না থাকা। তবে বিসিবি বস জানিয়েছিলেন, নির্বাচক না হলেও ভিন্ন দায়িত্ব দেওয়া হবে।
অবশেষে নতুন দায়িত্ব পেয়েছেন সুমন। বাংলাদেশ নারী ক্রিকেটের হেড অব অপারেশনসের দায়িত্ব পেয়েছেন তিনি। নারীদের জাতীয় দল, বয়সভিত্তিক দলের যাবতীয় কার্যক্রম দেখাশোনা করবেন সুমন। মূলত নারী উইংয়ের চেয়ারম্যান, বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরি নাদেলের পরই সুমনের অবস্থান অবস্থান হবে এখন।
বিসিবির পক্ষ থেকে মঙ্গলবার সুমনের কাঁধে নারী ক্রিকেটের গুরুদায়িত্ব তুলে দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। এদিন মিরপুরের হোম অব ক্রিকেটে বিসিবি কার্যালয়ে গিয়ে প্রথমে সিইও নিজামউদ্দিন চৌধুরির কাছ থেকে নিজের দায়িত্ব বুঝে নেন সুমন। এরপর শফিউল আলম চৌধুরি নাদেলের সাথে বসে নিজের কাজ, পরিচালনা, পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সুমনের পদ নিশ্চিত হয়ে গেলেও, সদ্য সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদী নান্নুর কাজ নিয়ে এখনও সন্দিহান রয়েছে। তবে বিসিবির পক্ষ থেকে তাকে সাথে থাকার প্রস্তাব দেওয়া হয়েছে। এই নিয়ে দুই পক্ষের মাঝে আলোচনা চলমান রয়েছে। তবে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি এখনও। খুব শীঘ্রই সেটি আসতে পারে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post