স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ জাতীয় নারী দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছিলেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু। এরপর ম্যানেজারের দায়িত্বও পালন করেন। সাম্প্রতিক সময়ে নির্বাচক ও ম্যানেজার হিসেবে স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে মঞ্জুর ওপর। সবশেষ শ্রীলঙ্কা সফরে নারী দলের সাথে নতুন ম্যানেজার দেওয়ায়, ক্ষমতা খর্বের কারণে তিনি যাননি। নির্বাচক হিসেবেও মঞ্জুর ওপর অভিযোগ উঠে।
সব মিলিয়ে মঞ্জুকে নিয়ে কী সিদ্ধান্ত আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে, সেই অপেক্ষায় ছিল সবাই। এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি বিসিবি থেকে। তবে জানা গিয়েছে, কী সিদ্ধান্ত আসতে চলেছে মঞ্জুকে নিয়ে।
বিসিবির চাকরি হারাচ্ছেন মঞ্জু। নারী দলের ম্যানেজারের পর নির্বাচক পদও হারাচ্ছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। তার পরিবর্তে নতুন নির্বাচক নিয়োগ দিতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। একাধিক নির্বাচক নিয়োগ দেওয়া হচ্ছে বলে আলোচনা শোনা যাচ্ছে।
খুব দ্রুতই এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। কেননা সামনে সিরিজ রয়েছে বেশকিছু। বিশেষ করে ভারত জাতীয় নারী দল আসতে যাচ্ছে জুলাইয়ে। তবে সবকিছুই নিশ্চিত হবে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার পর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post