স্পোর্টস ডেস্ক:: বাফুফে জানিয়েছিলো মেয়েদের মিয়ানমার সফরে কারো কাছে টাকা পায়নি। নারী দলের স্পন্সর প্রতিষ্টান দাবি করেছে, বাফুফে মিথ্যাচার করেছে। স্পন্সর প্রতিষ্ঠান ঢাকা ব্যাংকের কাছে কোনো টাকাই চায়নি ফুটবল ফেডারেশন।
নারী দলের প্রধান স্পন্সর ঢাকা ব্যাংক। তারাই আর্থিক ভাবে পৃষ্ঠপোষকতা করে নারীদের। সেই প্রতিষ্ঠানটি জানিয়েছেন, অর্থের অভাবে সাফ জয়ী নারী দল মিয়ানমার যেতে পারেনি, সেটা তাদের জানা ছিলো না। বাফুফে টাকার বিষয়ে তাদের সঙ্গে কোনো যােগাযোগই করেনি।
টাকার জন্য মেয়েদের অলিম্পিকের বাছাইয়ে পাঠানো যায়নি, সরকার টাকা দেয়নি বাফুফের এমন দাবির পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাদের দাবিকে মিথ্যা এবং উদ্দেশ্যে প্রণোদিত মন্তব্য করে জানান, ফেডারেশন টাকা চেয়েছে শেষ মুহূর্তে। তার পরও তারা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষা না করেই মেয়েদের না পাঠানোর ঘোষণা দেয়।
এবার তাদের তাদের স্পন্সর ঢাকা ব্যাংকও জানালো, বাফুফের দাবি মিথ্যা। স্পন্সরদের কাছে টাকার অভাবের বিষয়টি জানায়নি ফেডারেশন। ঢাকা ব্যাংকের ডিএমডি শেখ আব্দুল বাকীর সাংবাদিকদের বলেন, ‘ঢাকা ব্যাংক জাতীয় নারী দলের মান উন্নয়ন এবং উৎকর্ষতা উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন যাবত বাফুফের সাথে কাজ করে যাচ্ছে। যে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে, সেই বিষয়টি আমাদের জানানো হয়নি। বিষয়টা যেহেতু আমাদের নোটিশে আনেনি, এটাকে নিয়ে কাজ করার সুযোগ আমাদের ছিল না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post